নিবেদিতা দাস (১৯২৬ – ৩০-১-১৯৮০)। পাটনায় জন্ম। গণনাট্য আন্দোলনের কর্মী, রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও ১৯৬০ খ্রী. দক্ষিণ কলিকাতায় স্থাপিত ‘মুক্তাঙ্গন’ মঞ্চ প্ৰতিষ্ঠাতাদের অন্যতম। ১৯৪৮–৪৯ খ্রী. কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৫১–৫২ খ্রী গণনাট্য সঙ্ঘের সাড়া-জাগান যাত্রা ‘রাহুমুক্ত’ পালায় অভিনয়-প্রতিভার স্বাক্ষর রাখেন। ১৯৫৪–৫৫ খ্রী ঐ সংস্থার কলিকাতা জেলা কমিটির সম্পাদক নির্বাচিত হন। ‘ভুলি নাই’ চলচ্চিত্রে এবং শিশির ভাদুড়ীর সঙ্গে ‘মধুসূদন’ নাটকে অভিনয় করেন। পঞ্চাশের দশকে গঠিত ‘শৌভনিক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। দলের হয়ে অভিনয় নির্দেশনা, নাটক-রচনার ফাকে ফাকে মুক্ত অঙ্গনের কাজেও বিশেষ সক্রিয় থাকেন। এ সময় পড়াশুনা করে বি-এ, পাশ করেন। রবীন্দ্ৰভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের প্রথম দলের স্নাতক তিনি। ষাটের দশকে ‘শৌভনিক’ ছেড়ে ইন্ডিয়ান থিয়েটার একাডেমী নামে একটি নাট্য-সংস্থা গঠন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক : ‘গোর্কীর মা’, রবীন্দ্রনাথের ‘গোরা’, বীরু মুখার্জীর ‘২০শে জুন’, গণনাট্যের বিশেষ প্রযোজনা ‘স্তালিন’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নিবারণচন্দ্ৰ মুখোপাধ্যায়
« নিবারণচন্দ্ৰ মুখোপাধ্যায়
পরবর্তী:
নিবেদিতা, ভগিনী »
নিবেদিতা, ভগিনী »
Leave a Reply