নিবারণচন্দ্ৰ মুখোপাধ্যায় (? – ১৩৩৫ ব) বৈদ্যবাটী-হুগলী। জমিদার পরিবারে জন্ম। ১৭/১৮ বছর বয়সে পৈতৃক ব্যবসায়ে (জাহাজে মাল বোঝাই ও মাল খালাস) নিযুক্ত হন। তিনি বৈদ্যবাটী কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠা করেন, বৈদ্যবাটী স্কুল নির্মাণের জন্য ২৫ হাজার টাকা দান করেন এবং নিজ-ব্যয়ে গ্রামে রাস্তা নির্মাণ করান। স্বগৃহে কয়েকজন দুঃস্থ ছাত্রকে স্থান দিয়ে তাদের ভরণপোষণ করতেন। প্রতি বছর পূজার সময় ১০ হাজার গরীবকে বস্ত্ৰ-দান তার নির্দিষ্ট ছিল। উত্তরবঙ্গের বন্যাপীড়িত অঞ্চলেও বস্ত্ৰ দান করেছেন।
পূর্ববর্তী:
« নিবারণচন্দ্ৰ ভট্টাচাৰ্য
« নিবারণচন্দ্ৰ ভট্টাচাৰ্য
পরবর্তী:
নিবেদিতা দাস »
নিবেদিতা দাস »
Leave a Reply