নিবারণচন্দ্ৰ দাশগুপ্ত, রায়বাহাদুর (? — ২৪-৩-১৯৩৮) বরিশাল। একসময়ে তিনি মহাত্মা অশ্বিনীকুমারের সহকর্মী ছিলেন। ১৯০৬ খ্রী. বরিশাল কনফারেন্সের অভ্যর্থনা সমিতির সম্পাদক হন। বঙ্গভঙ্গ আন্দোলনে তার বক্তৃতা বরিশালে এই আন্দোলনের সাফল্যের অন্যতম কারণ। দার্শনিক গ্ৰন্থ ও প্ৰবন্ধ রচনা করেছেন। দীর্ঘকাল ‘ভারত সুহৃদ’ মাসিক পত্রিকার সম্পাদনা করেন। বরিশালের শাখা সাহিত্য পরিষদের তিনি সভাপতি ছিলেন। প্ৰাক্তন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য, ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, মিউনিসিপ্যালিটির–ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান-রূপে জনসেবায় যুক্ত ছিলেন। বৃদ্ধ বয়সে বরিশালের শিক্ষাগুরু আচার্য জগদীশচন্দ্ৰ মুখোপাধ্যায়ের জীবনচরিত এবং ১৯২৩ খ্রী. ‘ভারত রাষ্ট্রনীতি’ নামক গ্ৰন্থ রচনা করেন।
পূর্ববর্তী:
« নিবারণচন্দ্ৰ দাশগুপ্ত
« নিবারণচন্দ্ৰ দাশগুপ্ত
পরবর্তী:
নিবারণচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
নিবারণচন্দ্ৰ ভট্টাচাৰ্য »
Leave a Reply