নিধুবাবু, রামনিধি গুপ্ত (১৭৪১ – ১৮৩৯) হরিনারায়ণ কবিরাজ। বর্গীর হাঙ্গামার সময় মাতুলালয় চাপ্তা-হুগলীতে জন্ম। হাঙ্গামা মিটলে ১৭৪৭ খ্রী. কলিকাতার কুমারটুলিতে পৈতৃক নিবাসে ফেরেন। এখানে জনৈক পাদ্রির কাছে ইংরেজী শেখেন। ১৭৭৬ খ্রী. কোম্পানীর অধীনে কাজ নিয়ে চিরণছাপরায় যান এবং সেখানে এক মুসলমান গায়কের কাছে হিন্দুস্থানী টপ্পা শেখেন। ১৭৯৪ খ্রী. কলিকাতায় ফিরে বাংলা টপ্লা গান রচনা করেন ও সঙ্গীত শিক্ষাদানে মনোযোগী হয়ে ১৮০৪ খ্রী. একটি সঙ্গীতসমাজ স্থাপন করেন। এখানে কুলুইচন্দ্ৰ সেন প্রবর্তিত আখড়াই গান সংশোধন করে নূতন রীতিতে শিক্ষা দিতেন। এদেশে তিনিই প্রথম ইংরেজী অভিজ্ঞ কবিয়াল এবং প্রথম স্বাদেশিক সঙ্গীতের রচয়িতা। একটি নমুনা-নানান দেশের ‘নানান ভাষা/বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা।’ বাঙলাদেশে টপ্পা গানের প্রবর্তক হিসাবেই তিনি বিখ্যাত। তার রচিত টপ্লাতেই আধুনিক বাংলা কাব্যের আত্মকেন্দ্ৰিক লৌকিক সুর প্রথম ধ্বনিত হয়। ‘গীতরত্ন’ সঙ্কলন গ্রন্থটি তার জীবদ্দশায় ১৮৩২ খ্রী. প্রকাশিত হয়। এই গ্রন্থে তার ৯৬টি গান আছে। এ ছাড়া ‘সঙ্গীত রাগকল্পদ্রুম’ গ্রন্থে তাঁর ১৫০ টি! গান এবং দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ‘বাঙালীর গান’ গ্রন্থে ৪৫০ টি গান সঙ্কলিত আছে। হাফ-আখড়াই গানে নিধুবাবুর বিপরীতে পাথুরিয়াঘাটা দলে থাকতেন। কুলুইচন্দ্রের পুত্ৰ শ্ৰীদাম দাস।
পূর্ববর্তী:
« নিধিরাম সাহা
« নিধিরাম সাহা
পরবর্তী:
নিবারণচন্দ্ৰ দাশগুপ্ত »
নিবারণচন্দ্ৰ দাশগুপ্ত »
সমরজিৎ চক্রবর্তী
নিধুবাবুর একটা ছবি থাকলে আরও ভালো হতো। দেখুন চেষ্টা করে যদি দেওয়া যায়।