নিধিরাম মিশ্র (১৬শ শতাব্দী) দামুন্যা-বর্ধমান। হৃদয় মিশ্র। ‘গঙ্গার বন্দনা’, ‘গুরুদক্ষিণা’, ‘সত্যনারায়ণ কথা’ প্রভৃতি কবিতাগ্রন্থের রচয়িতা। তিনি কবিচন্দ্ৰ মিশ্র নামেও খ্যাত ছিলেন। চণ্ডীকাব্য-রচয়িতা মুকুন্দরাম তার অগ্ৰজ। ‘দাতাকর্ণ’ ও ‘কলঙ্কভঞ্জন’ গ্ৰন্থ-রচয়িতা আর এক কবিচন্দ্রের নাম পাওয়া যায়। এই দুজন একই লোক কিনা জানা যায় না।
পূর্ববর্তী:
« নিধিরাম কবিরত্ন
« নিধিরাম কবিরত্ন
পরবর্তী:
নিধিরাম সাহা »
নিধিরাম সাহা »
Leave a Reply