নিধিরাম কবিচন্দ্ৰ। বিষ্ণুপুরের রাজা গোপাল সিংহের সভাপণ্ডিত ছিলেন। ‘বন্দ মাতা সুরধুনী’ শীৰ্ষক গঙ্গাবিন্দনাটি নিধিরামের ভণিতাযুক্ত দেখা যায়। তিনি বাংলা ভাষায় সংক্ষিপ্ত রামায়ণ ও মহাভারত এবং শ্ৰীমদ্ভাগবত অবলম্বনে ‘গোবিন্দমঙ্গল’, ‘দাতাকৰ্ণ’ প্রভৃতি গ্ৰন্থ রচনা করেন। কৃত্তিবাসী রামায়ণের প্রাচীন হস্তলিখিত পুথিতে ‘অঙ্গদের রায়বার’ কবিতায় কবিচন্দ্রের ভণিতা দেখা যায়।
পূর্ববর্তী:
« নিত্যানন্দবিনোদ গোস্বামী
« নিত্যানন্দবিনোদ গোস্বামী
পরবর্তী:
নিধিরাম কবিরত্ন »
নিধিরাম কবিরত্ন »
Leave a Reply