নিত্যানন্দ সাহা (১৯২৬ – ৩-৮-১৯৫৫) পোড়াবাড়ি-ময়মনসিংহ। অশ্বিনীকুমার। ১৯৪৭ খ্ৰী দেশ-বিভাগের পর প্রতিপালিকা ষোড়শীবালার সঙ্গে পূর্ব-পাকিস্তান ছেড়ে নদীয়া জেলার পায়রাডাঙ্গা অঞ্চলে ‘প্রীতিনগর কলোনীতে এসে বসবাসকালে কিছুদিন সামরিক বাহিনীতে কাজ করেন। পরে তা ছেড়ে পায়রাডাঙ্গা বাজারে এক ছোটখাটো বিড়ির কারখানা খোলেন। এ সময় স্থানীয় যুব সংগঠন ‘তরুণ সঙ্ঘে’র তিনি সক্রিয় কর্মী ছিলেন। ভারতে পর্তুগীজ অধিকৃত গোয়ার অধিবাসীরা মুক্তিসংগ্রামে অবতীর্ণ হয়ে দীর্ঘদিন আন্দোলন চালায়। ৩১শে জুলাই ১৯৫৫ খ্রী. গোয়ায় গিয়ে তিনি এই আন্দোলনে অংশ গ্ৰহণ করেন। সেখানে গোয়া সশস্ত্রবাহিনীর গুলিতে তার মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« নিত্যানন্দ বৈরাগী
« নিত্যানন্দ বৈরাগী
পরবর্তী:
নিত্যানন্দবিনোদ গোস্বামী »
নিত্যানন্দবিনোদ গোস্বামী »
Leave a Reply