নিত্যানন্দ (মিশ্র) চক্রবর্তী (১৮শ শতাব্দী) কানাইচক-মেদিনীপুর। রাধাকান্ত। পাঁচালীকার। মেদিনীপুরের কাশীজোড়াধিপতি রাজনারায়ণের সভাসদ ছিলেন। রচিত গ্ৰন্থ: ‘শীতলা মঙ্গল’, ‘ইন্দ্ৰপূজা’, ‘সীতাপূজা’, ‘পাণ্ডবপূজা’, ‘বিরাটপূজা’, ‘লক্ষ্মীমঙ্গল’, ‘কালুরায়ের গীত’ প্রভৃতি। তার লেখা কোন কোন পুথি উৎকল অক্ষরে তালপাতায় লিখিত হয়েছে। তার রচনাবলীর মধ্যে বহু ফারসী, হিন্দী ও উর্দু কথা পাওয়া যায়।
পূর্ববর্তী:
« নিত্যরঞ্জন সেন
« নিত্যরঞ্জন সেন
পরবর্তী:
নিত্যানন্দ ঘোষ »
নিত্যানন্দ ঘোষ »
Leave a Reply