নিত্যানন্দ বৈরাগী (১৭৫১ – ১৮২১) চন্দননগর-হুগলী। তিনি প্রথম জীবনে গান গেয়ে ভিক্ষান্নে জীবিকানির্বাহ করতেন। পরে কবির দল গঠন করে অর্থ ও যশ লাভ করেন। তার দল নিতে বৈরাগীর দল’ নামে খ্যাত ছিল। ভবানী বেনে তার অন্যতম প্ৰতিদ্বন্দ্বী ছিলেন। তার সমকালীন উল্লেখযোগ্য কবিয়াল ছিলেন রঘুনাথ দাস (আনু ১৭২৫-১৭৯০), নন্দলাল বসু (১৭৩৫-১৮০৭), নৃসিংহ (১৭৩৮-১৮০৭), রামনিধি গুপ্ত (১৭৪১–১৮৩৮), হরু ঠাকুর (১৭৪৯–১৮২৪), রাম বসু (১৭৮৬ – ১৮২৮) প্রমুখ।
পূর্ববর্তী:
« নিত্যানন্দ প্রভু
« নিত্যানন্দ প্রভু
পরবর্তী:
নিত্যানন্দ সাহা »
নিত্যানন্দ সাহা »
Leave a Reply