নিত্যানন্দবিনোদ গোস্বামী (১৮৯২ – ২৩-৩-১৯৭২) শান্তিপুর। প্রভুপাদ রাধিকানাথ। বিশ্বভারতীর প্রথম যুগের অধ্যাপক নিত্যানন্দ শান্তিনিকেতনে গোসাইজী নামে সুপরিচিত ছিলেন। বৃন্দাবন, বারাণসী ও কলিকাতার সংস্কৃত কলেজে তিনি শিক্ষালাভ করেন। সংস্কৃতের সঙ্গে সঙ্গে পালি ভাষার চর্চা করে বৌদ্ধশাস্ত্ৰে ব্যুৎপন্ন হন।
১৯২০ খ্রী. বিধুশেখর শাস্ত্রীর অধীনে সংস্কৃত ও পালি বিভাগের গবেষক হয়ে শান্তিনিকেতনে আসেন। ধর্মধর মহাস্থবিরের কাছে বৌদ্ধশাস্ত্রের গবেষণা করেন। বৌদ্ধশাস্ত্ৰ পাঠের জন্য তাকে সিংহল ও ব্ৰহ্মদেশে পাঠান হয়। সেখান থেকে শান্তিনিকেতনে ফিরে তিনি পাঠভবনে সংস্কৃত ও বাংলার অধ্যাপক হন এবং আজীবন সেখানে কাটান। বৈষ্ণবশাস্ত্রে ও বৌদ্ধদৰ্শনে অগাধ পাণ্ডিত্যের অধিকারী গোসাইজী গান-বাজনায়, চিত্রাঙ্কনে, অভিনয়ে ও সাহিত্য সমালোচনায় পারদর্শী ছিলেন। রবীন্দ্রনাথের নির্দেশে তিনি ‘ছেলে ভুলানো ছড়া’ নামে বইটি সঙ্কল করেন এবং বিদ্যালয়ের ছাত্রদের জন্য বাংলা ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস রচনা করেন। বিশ্বভারতী তাকে ‘দেশিকোত্তম’ উপাধি ও কলিকাতা রবীন্দ্র গবেষণা পরিষদ তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রণালয় তাকে কৃতী শিক্ষকরূপে সম্মানিত করেন।
Leave a Reply