নিত্যানন্দ প্রভু (আনু ১৪৭৭/৭৮ – ১৫৩২?) একচক্রা-বীরভূম। হাড়াই পণ্ডিত-প্রকৃত নাম মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। চৈতন্যদেবের প্রধান পার্ষদ নিত্যানন্দ ১২ বছর বয়সে গৃহত্যাগী হয়ে ২০ বছর বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করে নবদ্বীপে আসেন। সম্ভবত মাধবেন্দ্ৰ পুরীর শিষ্য ছিলেন। তিনি এবং অদ্বৈতাচাৰ্য গৌরাঙ্গকে অবতার বলে ঘোষণা করেন। মদ্যপ কোতোয়াল জগাই ও মধাইকে উদ্ধার করার কৃতিত্ব। প্রধানত তারই। পুরীতে গৌরাঙ্গদেবের সঙ্গী ছিলেন এবং পর পর কয়েক বছর সেখানে যেতেন। বরাহনগর থেকে নবদ্বীপ অবধি গঙ্গার দুই তীরস্থ গ্রামসমূহ তার প্ৰেমধৰ্ম-প্রচারের এলাকা ছিল। এই প্ৰেমধর্মের প্রভাবে সপ্তগ্রামের অন্যতম শ্রেষ্ঠ বণিক উদ্ধারণ দত্ত বৈষ্ণবধর্মে অনুরাগী হয়ে নিত্যানন্দের শরণ নেন। নিত্যানন্দ নৃত্যের মাধ্যমে এবং সংকীর্তন সহযোগে হরিনাম বিতরণ করতেন। মহাপ্রভুর আদেশে তিনি বসুধা ও জাহ্নবী দেবীকে বিবাহ করেন। বসুধা দেবীর গর্ভে বীরভদ্র ও গঙ্গাদেবীর জন্ম হয়। শ্ৰীগৌরাঙ্গের সঙ্গে নিত্যানন্দের বিগ্রহপূজা দীর্ঘকাল ধরে প্রচলিত আছে।
পূর্ববর্তী:
« নিত্যানন্দ দাস
« নিত্যানন্দ দাস
পরবর্তী:
নিত্যানন্দ বৈরাগী »
নিত্যানন্দ বৈরাগী »
Leave a Reply