নিত্যানন্দ চৌধুরী (? – ১৯৫৪) রাজশাহী। ইংরেজীতে এম.এ. পাশ করে কুষ্টিয়ার খোকসা হাই স্কুলের প্রধানশিক্ষক রূপে কৰ্মজীবন শুরু করেন। বাঙলাদেশের শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। ১৯৩৮ খ্রী. রানীগঞ্জ কোলিয়ারীতে এবং ‘বেঙ্গল পেপার মিলস প্রভৃতি স্থানে ট্রেড ইউনিয়ন আন্দোলন সংগঠন করেন। কৃষক আন্দোলনের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগ ছিল। সভায় লোক জমায়েত করার উদ্দেশ্যে তিনি পায়ে ঘুঙুর বেঁধে গান গাইতেন। কমিউনিস্ট পার্টির সদস্য এবং চারের দশকে পার্টির চব্বিশ পরগনার জেলা-সম্পাদক ছিলেন।
পূর্ববর্তী:
« নিত্যানন্দ ঘোষ
« নিত্যানন্দ ঘোষ
পরবর্তী:
নিত্যানন্দ দাস »
নিত্যানন্দ দাস »
Leave a Reply