নিত্যরঞ্জন সেন (? – ৭-১-১৯৩৪) চট্টগ্রাম। চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। ১৯৩০ খ্রী. বিপ্লবমন্ত্রে দীক্ষা নেন। ১৯৩৩ খ্রী. মাস্টারদা (সূর্য সেন) এবং তারকেশ্বর দস্তিদারের মৃত্যুদণ্ডের প্রতিবাদে তিনি এবং আরও ৩ জন যুবক ৭-১-১৯৩৪ খ্রী. পল্টনের ক্রিকেট খেলার মাঠে বোমা ও পিস্তলের সাহায্যে পুলিস সুপার পিটার ক্লিয়ারীকে নিহত এবং কয়েকজন শ্বেতাঙ্গকে আহত করেন। মিলিটারির পালটা আক্রমণে তিনি এবং হিমাংশু চক্রবর্তী ঘটনাস্থলেই মারা যান।
পূর্ববর্তী:
« নিত্যগোপাল মুখোপাধ্যায়
« নিত্যগোপাল মুখোপাধ্যায়
পরবর্তী:
নিত্যানন্দ (মিশ্র) চক্রবর্তী »
নিত্যানন্দ (মিশ্র) চক্রবর্তী »
Leave a Reply