নিতাই ভট্টাচার্য (১৯০০? – ২৭.১০.১৯৭০) নবদ্বীপ-নদীয়া। শিক্ষকরূপে জীবন শুরু করেন। পরে স্বাধীনতা-সংগ্ৰামী হিসাবে কারাবরণ করেন। সুভাষচন্দ্রের অনুগামী ছিলেন। নাট্যাচাৰ্য শিশিরকুমারের প্রেরণায় অভিনেতা ও নাট্যকার হন। পরে চলচ্চিত্র-জগতের সঙ্গে যুক্ত হয়ে কাহিনী ও চিত্ৰনাট্য রচনা শুরু করেন। উল্লেখযোগ্য কাহিনী ও চিত্ৰনাট্যাবলী: ‘সংগ্ৰাম’, ‘স্বপ্ন ও সাধনা’, ‘সমাপিকা’, ‘সঞ্চারী’, ‘আবর্ত’, ‘শঙ্করনারায়ণ ব্যাঙ্ক’, ‘দেবী মালিনী’, ‘যদুভট্ট’, ‘শিল্পী’, ‘সাগরিকা’, ‘সবার উপরে’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নিজামুদ্দীন আহমেদ
« নিজামুদ্দীন আহমেদ
পরবর্তী:
নিতাইচাঁদ মুখোপাধ্যায় »
নিতাইচাঁদ মুখোপাধ্যায় »
Leave a Reply