নিজামুদ্দীন আহমেদ (১৯২৯–১২-১২-১৯৭১) মাওয়া—ঢাকা। পূর্ব-পাকিস্তানের প্রখ্যাত সাংবাদিক। ১৯৫২ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি-এ,। পাশ করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতার বৃত্তি গ্ৰহণ করেছিলেন। ১৯৫৯ খ্রী. তিনি একমাত্র সংবাদদাতা হিসাবে তদানীন্তন ‘পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল’ সংবাদ সরবরাহ সংস্থায় যোগ দেন এবং তার প্রচেষ্টায় পূর্ববঙ্গে তার শাখা-দপ্তর স্থাপিত হয়। ক্রমে তিনি পিপিআই-এর সম্পাদক ও ১৯৬৯ খ্রী. থেকে আমৃত্যু ঐ সংস্থার জেনারেল ম্যানেজার পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বিবিসি, অ্যাসোসিয়েটেড প্রেস অব আমেরিকা এবং ইউপিআই-এর ঢাকাস্থ সংবাদদাতা ছিলেন। বিভিন্ন প্ৰতিনিধি দলের সদস্য হিসাবে ইউরোপ ও আমেরিকা ভ্ৰমণ করেন। ১৯৬৫ খ্রী. তৎকালীন প্ৰাদেশিক পরিষদের আসনে নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় যে-সমস্ত বিদেশী সাংবাদিক তৎকালীন পূর্ব-পাকিস্তানে আসতেন। তিনি তাদের কাছে পাকবাহিনীর কার্যকলাপ বিস্তারিত বিবরণ সহ সুকৌশলে সরবরাহ করতেন। মুক্তিবাহিনীর হাতে মুন্সীগঞ্জের পতন ঘটলে তিনি বিবিসি-তে তার এক চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন করেন।–তার এই কাৰ্যকলাপের জন্য ভীত-সন্ত্রস্ত পাক-বাহিনী তাকে ধরে নিয়ে যায় ও হত্যা করে।
পূর্ববর্তী:
« নিজামুদ্দীন আউলিয়া
« নিজামুদ্দীন আউলিয়া
পরবর্তী:
নিতাই ভট্টাচার্য »
নিতাই ভট্টাচার্য »
Leave a Reply