নিখিলরঞ্জন সেন (২৩-৫-১৮৯৪ – ১৩-১-১৯৬৩) ঢাকা। কালীমোহন। ঢাকা কলেজিয়েট স্কুলে মেঘনাদ সাহার সহপাঠী ছিলেন। সেখান থেকে বৃত্তিসহ প্ৰবেশিকা (১৯০৯) পাশ করে রাজশাহী কলেজ থেকে আইএস-সি (১৯১১) পরীক্ষায় দশম স্থান অধিকার করেন। কলিকাতা প্রেসিডেন্সী কলেজে অঙ্কশাস্ত্ৰে অনার্স পড়ার সময় সত্যেন বোস ও মেঘনাথ সাহা তার সহপাঠী ছিলেন। ১৯১৩ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কে অনার্স পরীক্ষায় প্রথম তিনজন যথাক্রমে বোস, সাহা ও সেন। প্রেসিডেন্সীতেই স্নাতকোত্তর অঙ্কের ছাত্র হন এই তিনজন। ফলিত অঙ্কশাস্ত্রে (তৎকালীন Mixed Mathematics) সত্যেন বোস ও মেঘনাথ সাহা ১৯১৫ খ্রী. প্রথম ও দ্বিতীয় হয়ে উত্তীর্ণ হন। তিনি পরের বছর পরীক্ষা দিয়ে প্রথম শ্রেণীতে প্ৰথম স্থান লাভ করেন।
১৯১৭ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত অঙ্কশাস্ত্ৰে অধ্যাপনা শুরু করেন এবং গবেষণায় মন দেন। ১৯২১ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ডিএস-সি. ডিগ্ৰী পান। এর পর বার্লিন, মিউনিখ ও প্যারিস বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন। অধ্যাপক ভন লাউ-এর অধীনে আপেক্ষিক সাধারণ তত্ত্বে ও মহাকাশবিষয়ক (Cosmogony) গবেষণার জন্য বার্লিন বিশ্ববিদ্যালয়ে পি-এইচ.ডি. ডিগ্ৰী লাভ করেন। এই সময়ে Quantum Theory ক্রমশই প্রতিষ্ঠালাভ করছিল। বিজ্ঞানের এই বিভাগে তিনি ম্যাক্সপ্ল্যাঙ্ক, অ্যালবার্ট আইনস্টাইন, আর্নল্ড সোমারফিল্ড, লুই ডি ব্রগলী প্রভৃতি দিকপালগণের সঙ্গে পরিচিত হন ও গভীরভাবে পড়াশুনা করেন। ১৯২৪ খ্ৰী দেশে ফিরে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগে, ‘রাসবিহারী ঘোষ অধ্যাপক’ নিযুক্ত হন এবং বিভাগ পুনর্গঠন, নূতন শিক্ষণীয় বিষয় স্থির করা ইত্যাদি কাজে যোগ্য নেতৃত্বের পরিচয় দেন। এখানে নানা বিষয়ে মৌলিক গবেষণা তারই নেতৃত্বে শুরু হয়। বৈদেশিক শক্তির প্রভাবমুক্ত নবভারতে গুরুত্বপূর্ণ বিজ্ঞান ‘ব্যালিস্টিক্স’ বিষয়টি তিনিই পাঠক্রমের অন্তর্ভুক্ত করেন ও নিজেই শিক্ষার ভার নেন এবং ‘The Physico Mathematical Colloquium’ নামে পত্র প্রকাশের ব্যবস্থা করেন। ১৯৩৬ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের গণিত শাখার সভাপতি নির্বাচিত হন। গণিতশাস্ত্ৰসম্পর্কিত নানা সংস্থার সঙ্গে জড়িত ছিলেন এবং এই বিষয়ে বহু প্ৰবন্ধ রচনা করেন ও বক্তৃতা দেন।
Leave a Reply