নিখিল বিশ্বাস (১৯৩০ – ১৯৬৬) কলিকাতা। চিত্রশিল্পী। প্রচুর ছবি এঁকেছেন এবং ঘন ঘন প্রদর্শনী করেছেন। তার ছবি ১৯৬৬ খ্রী. জার্মানীর বিভিন্ন শহরে এবং ১৯৬৬ – ৬৭ খ্রী. বার্লিন ও মিউনিখে প্ৰদৰ্শিত হয়েছে। ‘ক্লাউনের সঙ্গে খ্ৰীষ্ট’ তার একটি বিখ্যাত ছবি। তার বহু ছবি নানা সংগ্রহশালায় আছে। ‘চিত্রাংশু’, ‘সোসাইটি অব কনটেম্পোরারী আর্টিস্ট’ ও ‘ক্যালকাটা পেইন্টার্স’ এই তিনটি শিল্পিগোষ্ঠী প্ৰতিষ্ঠায় তার সক্রিয় ভূমিকা ছিল।
পূর্ববর্তী:
« নিকুঞ্জবিহারী গুপ্ত
« নিকুঞ্জবিহারী গুপ্ত
পরবর্তী:
নিখিলনাথ রায় »
নিখিলনাথ রায় »
Leave a Reply