নিখিলনাথ রায় (ডিসে ১৮৬৫ – ৪.১১.১৯৩২) পুঁড়া-চব্বিশ পরগনা। জানকীনাথ। কৌলিক উপাধি ‘গুহ’। বহরমপুর কলেজ থেকে ১৮৯২ খ্রী. বি-এ, এবং ১৮৯৭ খ্ৰী. বি.এল. পাশ করে প্রথমে বহরমপুর জজ আদালতে ও পরে ১৯০২ খ্রী. থেকে কলিকাতা হাইকোর্টে ওকালতি করেন। ১৯০৭-২২ খ্রী কাশিমবাজার মহারাজার নায়েব ছিলেন। কলেজে পড়ার সময় ‘মুর্শিদাবাদের ইতিহাস’ গ্ৰন্থ রচনা শুরু করেন এবং তখন থেকেই তার রচিত ঐতিহাসিক প্ৰবন্ধাবলী ‘মুর্শিদাবাদ-হিতৈষী’ পত্রিকায় প্রকাশিত হতে থাকে। ১২৯১ বা তার রচিত কাব্যগ্রন্থ ‘রাজপুত কুসুম’ প্রকাশিত হয়। শশধর তর্কচূড়ামণি প্রতিষ্ঠিত বহরমপুরের ‘সুনীতি সঞ্চারিণী’ সভার এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের কাৰ্যনির্বাহক সমিতির একজন সভ্য ছিলেন। অক্ষয়কুমার মৈত্ৰেয়ের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত ‘ঐতিহাসিক চিত্র’ নামক মাসিক পত্রিকাটি প্রকাশ করেন। বিহারীলাল সরকার ও অক্ষয় মৈত্ৰেয়ের প্রমাণকে অগ্রাহ্য করে লর্ড কার্জন হলওয়েল মনুমেন্ট পুনঃস্থাপন করলে ‘রঙ্গালয়’ পত্রিকায় তিনি এই পুনঃস্থাপনকে ঐতিহাসিক মিথ্যাচার বলে ঘোষণা করেন। ‘শাশ্বতী’ মাসিক পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং দু’বছর বসিরহাটের ‘পল্লীবাণী’ পত্রিকার সম্পাদক ছিলেন। রচিত। অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: ‘মুর্শিদাবাদ কাহিনী’, ‘সোনার বাংলা, ‘জগৎশেঠ’, ‘প্রতাপাদিত্য, ‘অশ্রুহার’, ‘সমাধান’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নিখিল বিশ্বাস
« নিখিল বিশ্বাস
পরবর্তী:
নিখিলরঞ্জন গুহ রায় »
নিখিলরঞ্জন গুহ রায় »
Leave a Reply