নিকী। ১৯শ শতাব্দীর এক নাম-করা বাইজী। ঐ শতাব্দীর প্রথম থেকেই পশ্চিমের বাইজীরা কলিকাতায় আসতে থাকেন এবং পোষকতা পেয়ে অনেকেই পেশাদার জীবনে প্ৰতিষ্ঠা লাভ করেন। ক্ৰমে কলিকাতায় পশ্চিমা বাইজীদের রীতিমত একটি সম্প্রদায় গড়ে উঠেছিল। তৎকালীন সংবাদপত্র থেকে জানা যায়, ১৮২৩ খ্রী. নর্তকী নিকী রাজা রামমোহন রায়ের মানিকতলার বাগানবাড়িতে নাচেন। ঐ সময়ে বেগমজান, হিঙ্গুল, নান্নিজান, সুপনজান প্রভৃতি আরও কয়েকজন নর্তকী-গায়িকার নাম পত্র-পত্রিকায় প্রকাশিত হত। ১৯শ শতাব্দীর প্রথম ভাগে নিকী, মধ্যভাগে হীরা বুলবুল এবং শেষভাগে শ্ৰীজান বিশেষ প্ৰসিদ্ধ ছিলেন।
পূর্ববর্তী:
« নার্গিস আসার খানম
« নার্গিস আসার খানম
পরবর্তী:
নিকুঞ্জবিহারী গুপ্ত »
নিকুঞ্জবিহারী গুপ্ত »
Leave a Reply