নারায়ণ সেন (১৯১২ – ৮-৯-১৯৫৬) বগুড়া। সুরেশচরণ। ম্যাট্রিক পাশ করে চট্টগ্রামে মাতুলালয়ে থাকাকালে বিপ্লবী দলের সংস্পর্শে আসেন। চট্টগ্রাম কলেজে দ্বিতীয় বার্ষিক শ্রেণীতে পড়বার সময় ১৮-৪-১৯৩০ খ্রী. যুববিদ্রোহে পুলিস লাইন আক্রমণে যোগ দেন। তারপর মাস্টারদা (সূর্য সেন) এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে চার দিন অনাহারে-অনিদ্রায় পাহাড় অঞ্চলে কাটান। ২২-৪-১৯৩০ খ্ৰী. ঐতিহাসিক জালালাবাদ যুদ্ধে জয়লাভ করেন। যুদ্ধশেষে মাস্টারদার নির্দেশে চট্টগ্রাম ত্যাগ করে ঢাকা, মজঃফরপুর, বেনারস প্রভৃতি অঞ্চলে দীর্ঘদিন আত্মগোপন করে কলিকাতায় ফেরেন। এই সময় তাকে গ্রেপ্তারের জন্য ৫০০ টাকা পুরস্কার ঘোষিত হয়েছিল। দীর্ঘ ১৮ বছর বিভিন্ন সাজে আত্মগোপন করে কাটান। কলিকাতায় ‘অনাথ রায়’ ছদ্মনামে প্ৰকাশ্যে বাস করেছেন। ১২-১-১৯৪৮ খ্রী. মাস্টারদার মৃত্যুবার্ষিকীতে তিনি স্বনামে আত্মপ্ৰকাশ করেন।
পূর্ববর্তী:
« নারায়ণ সান্যাল
« নারায়ণ সান্যাল
পরবর্তী:
নারায়ণচন্দ্ৰ দে »
নারায়ণচন্দ্ৰ দে »
Leave a Reply