নারায়ণ বন্দ্যোপাধ্যায় (১৩০১ – ১১-৯-১৩৭৬ ব) পাইকপাড়া-কলিকাতা। ছাত্রাবস্থায় বিপ্লবী দলে যোগ দেন। ‘রডা’ কোম্পানীর পিস্তল অপহরণের ষড়যন্ত্রে তাঁরও কিছু অংশ ছিল। বাঘাযতীনের শিষ্যদের অন্যতম ছিলেন। নরেন ভট্টাচাৰ্য (এম.এন. রায়) ও জীবনলাল চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। ১৯১৬ – ২০, ১৯২৪ – ২৮ এবং ১৯৩০-৩৭ খ্রী তিনি আটক-বন্দী ছিলেন। বিভিন্ন কারাবাসের ফাকে কিছু কিছু ব্যবসায় করে জীবিকার চেষ্টা করেছেন। ক্রমে বিপ্লবী কার্যে পৈতৃক বসতবাড়ি বিক্রয় করে সর্বস্বান্ত হন। ত্রিশ দশকে কারাভ্যন্তরে ধীরে ধীরে পঠন-পাঠনের মাধ্যমে মার্ক্সীয় দর্শনে ও সাম্যবাদী আন্দোলনে আকৃষ্ট হন। কারা-জীবনের ফাঁকে ‘আনন্দবাজার’, ‘বসুমতী’ প্রভৃতি দৈনিকেও লিখতেন। মনীষী বাট্রান্ড রাসেলের ‘রোড টু ফ্রীডম’-এর একটি অনবদ্য অনুবাদ করেন। ১৯২৮ খ্রী. পর তার ‘ধাপ্পা’ নামে একটি রাজনৈতিক রচনা বিখ্যাত হয়েছিল। ফলে বিপ্লবী ও গুপ্ত সংগঠনের নেতৃবর্গের রোষদৃষ্টিতে পড়েন। স্বাধীন ভারতে মুক্ত ও অবিবাহিত জীবনে তার উপজীব্য ছিল নিজের রচিত গ্রন্থগুলি। তাঁর আত্মজীবনীমূলক ‘বিপ্লবের সন্ধানে’ গ্রন্থটি ভারতের রাজনীতির ইতিহাসের গবেষকদের একটি মূল্যবান উপাদান।
পূর্ববর্তী:
« নারায়ণ দেবনাথ
« নারায়ণ দেবনাথ
পরবর্তী:
নারায়ণ রায়, ডাঃ »
নারায়ণ রায়, ডাঃ »
Leave a Reply