নারায়ণ দেব। আনুমানিক ১৬শ শতাব্দীতে জীবিত ছিলেন। তার আত্মবিবরণী থেকে জানা যায়, রাঢ়দেশ ছেড়ে ময়মনসিংহের বোরগ্রামে তিনি বসতি স্থাপন করেন। পিতার নাম নরসিংহ। নিজে সংস্কৃত জানতেন না। লোক-পরম্পরায় সংস্কৃত পদ্মপুরাণের কাহিনী শুনে চাদ সদাগরের উপাখ্যানাবলী অবলম্বনে তিনি বাংলায় ‘পদ্মপুরাণ’ রচনা করেছিলেন। চৈতন্য-পূৰ্ববতী যুগের এই কবির রচিত ‘মনসা মঙ্গল’ আসামের ব্ৰহ্মপুত্র এবং সুরমা উপত্যকায় বহুল-প্রচারিত হয়েছিল। ফলে অসমীয়া ভাষায় তার গ্ৰন্থখানি আনুপূর্বিক পরিবর্তিত হয়ে গিয়েছে। এমনকি, তাকে অসমীয়া ভাষার আদি কবির মর্যাদাও দেওয়া হয়।
পূর্ববর্তী:
« নারায়ণ দাস, কবিরাজ
« নারায়ণ দাস, কবিরাজ
পরবর্তী:
নারায়ণ দেবনাথ »
নারায়ণ দেবনাথ »
Leave a Reply