নারায়ণচন্দ্ৰ ভট্টাচাৰ্য, বিদ্যাভূষণ (? – ১৯২৭) পোলগ্রাম-ভূগলী। পীতাম্বর। কাব্য, ব্যাকরণ, স্মৃতি ও বেদান্তের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকার থেকে তিনবার বৃত্তি পান। ‘স্বদেশী’ মাসিক পত্রিকার পরিচালক ছিলেন। বহু প্ৰসিদ্ধ মাসিক পত্রিকাদিতে ছোট গল্প লিখতেন। রচিত উপন্যাস : ‘নববোধন’, ‘কথাকুঞ্জ’, ‘কুলপুরোহিত’, ‘অভিমান’ প্ৰভৃতি। তিনি জৈন পণ্ডিত হেমচন্দ্রের ‘অভিধান চিন্তামণি’ বঙ্গানুবাদ সহ প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« নারায়ণচন্দ্ৰ দে
« নারায়ণচন্দ্ৰ দে
পরবর্তী:
নারায়ণী »
নারায়ণী »
Leave a Reply