নসরৎ শাহ (? – ১৫৩৮) গৌড়। আলাউদ্দীন হুসেন শাহ। পিতার মৃত্যুর পর ১৫২৪ খ্ৰী. গৌড়ের সুলতান হন। ১৫২৭ খ্রী. ত্রিহুত জয় করেন। ১৫২৬ খ্রী সম্রাট বাবর পানিপথের যুদ্ধে জয়ী হওয়ায় বহু আফগান-নায়ক নাসরত শাহের আশ্রয় গ্ৰহণ করলে বাবর প্রথমে তার নিকট সন্ধির প্রস্তাব করেন। কিন্তু প্ৰত্যাখ্যাত হয়ে যুদ্ধ ঘোষণা করেন এবং ১৫২৯ খ্রী. তাকে সন্ধি করতে বাধ্য করান। তার রাজত্বকালে পর্তুগীজরা বাঙলায় ঘাঁটি স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়। তিনি গৌড়ে বারদুয়ারী বা বড় সোনা মসজিদ নির্মাণ করান এবং সেখানে মহম্মদের পদচিহ্ন-সম্বলিত একটি কাল মর্মর বেদী স্থাপন করেন। মুসলমান সাধু হজরত মুকদুমের সাদউল্লাপুরের সমাধি-মন্দিরও তিনিই নির্মাণ করিয়েছিলেন। আততায়ীর হাতে নিহত হন। বাবরের আত্মজীবনীতে উল্লিখিত পাঁচজন শ্রেষ্ঠ মুসলমান নরপতির মধ্যে নসরৎ শাহ অন্যতম।
পূর্ববর্তী:
« নলিনীরঞ্জন সেনগুপ্ত
« নলিনীরঞ্জন সেনগুপ্ত
পরবর্তী:
নাজমা আনোয়ার »
নাজমা আনোয়ার »
Leave a Reply