নলিনীরঞ্জন সরকার (২৫-১-১৮৮২ – ২৫-১-১৯৫৩) সাজিউরা-ময়মনসিংহ। চন্দ্রনাথ। ১৯০২ খ্রী. ময়মনসিংহ সিটি স্কুল থেকে প্রবেশিকা পাশ করে ঢাকা জগন্নাথ কলেজে ভর্তি হলেও পিতার অসুস্থতার জন্য শিক্ষায় বাধা পড়ে। কলিকাতায় এসে স্বদেশী আন্দোলনে স্বেচ্ছাসেবকরূপে যোগ দেন ও তৎকালীন নেতাদের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হন। অভাব-অনটনে কাটিয়ে ১৯১১ খ্রী. হিন্দুস্থান কো-অপারেটিভ ইন্সিওরেন্সে অল্প বেতনের কর্মচারিরূপে প্ৰবিষ্ট হন। কোম্পানির সঙ্কটে বুদ্ধি ও দৃঢ়তার দ্বারা নানাভাবে সাহায্য করে পূর্ণ কর্তৃত্ব লাভ করেন। এই কোম্পানীর মাধ্যমেই দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে পরিচয় ঘটে ও ১৯২৩ খ্রী. স্বরাজ্য দলের সাহায্যে তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হন। ১৯২৮ খ্রী. পর্যন্ত সদস্য ছিলেন। নির্বাচনের পর তিনি আনুষ্ঠানিকভাবে স্বরাজ্য পার্টির সভ্য হন। ক্রমে চীফ হুইপ ও কর্মসচিব হয়েছিলেন।
১৯৩২ খ্রী. কলিকাতা কপোরেশনের কাউন্সিলার ও ১৯৩৫ খ্রী. মেয়র নির্বাচিত হন। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি (১৯৩৫) ও অন্যতম প্ৰধান ছিলেন। ঐ বছরই তিনি ফজলুল হক মন্ত্রিসভার অর্থমন্ত্রী হন। মন্ত্রিরূপে আটক রাজবন্দীদের মুক্তির জন্য গান্ধীজী ও বাঙলা সরকারের মধ্যে প্ৰত্যক্ষ আলোচনার ব্যবস্থা করেন। এছাড়া সরকারী চাকরিক্ষেত্রে সম্প্রদায়িক বাটোয়ারায় হিন্দুদের পক্ষে প্রভাব বিস্তার করেন। যুদ্ধসংক্রান্ত প্ৰস্তাবের প্রতিবাদে ১৯৩৯ খ্রী. মন্ত্রিপদ ত্যাগ করেন। ১৯৪১ খ্রী. বড়লাটের শাসন পরিষদে শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি দপ্তরের মন্ত্রী ও ১৯৪৩ খ্রী. বাণিজ্য ও খাদ্যমন্ত্রী হন। মহাত্মা গান্ধীর অনশনে সরকারী নীতির প্ৰতিবাদে ঐ বছরই মন্ত্রিত্ব ত্যাগ করেন। দিল্লীতে মন্ত্রীরূপে থাকার সময় দিল্লী বিশ্ববিদ্যালয়ের প্ৰো-চ্যান্সেলর ছিলেন। ১৯৪৪ খ্রী. ভারতীয় শিল্প মিশনের সদস্যরূপে ইংল্যান্ড ও আমেরিকা পরিদর্শন করেন। ১৯৪৮ খ্রী. পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার অর্থমন্ত্রী এবং ১৯৪৯ খ্রী. অস্থায়ী মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৫১–৫২ খ্রী. পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে রাজনীতি থেকে অবসর-গ্ৰহণ করেন। বঙ্গবিভাগের সময় পার্টিশন কমিটির সদস্য এবং ভারতীয় সংবিধান রচনাকালে শাসনতন্ত্রের আর্থিক ধারাগুলি রচনার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সভাপতি ছিলেন। এক সময় বাঙলার রাজনীতিতে দেশবন্ধুর অনুরক্ত যে পাঁচজনকে ‘বিগ ফাইভ’ বলা হত, তিনি তাদের অন্যতম। অর্থনৈতিক বিষয়ে তিনি কয়েকখানি পুস্তক প্রণয়ন করেন।
Leave a Reply