নলিনীরঞ্জন পণ্ডিত (১২৮৯ – ১৩৪৭ বঙ্গাব্দ)। সাহিত্যসেবী। বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠনের এক সময়ের অক্লান্ত কর্মী ছিলেন। রচিত জীবনীগ্রন্থ ‘কান্ত কবি রজনীকান্ত’ ও ‘আচাৰ্য রামেন্দ্রসুন্দর’ তার তথ্যসংগ্রহ ও লিপিকুশলতার পরিচায়ক। অপর গ্রন্থ: ‘বাঙ্গলার বাউল সম্প্রদায়’ ও ‘স্রোতের ফুল’। ১৩১১ – ১৩ ব. ‘জাহ্নবী’ পত্রিকার সম্পাদক ছিলেন। ‘সাহিত্যবন্ধু উপাধি ছিল।
পূর্ববর্তী:
« নলিনীমোহন বসু
« নলিনীমোহন বসু
পরবর্তী:
নলিনীরঞ্জন সরকার »
নলিনীরঞ্জন সরকার »
Leave a Reply