নলিনীমোহন বসু (১৮৯৩ – ১৭-৪-১৯৭২)। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফলিত গণিতে’ এম.এস-সি পাশ করে সি. ভি. রমণের অধীনে কলিকাতা সায়েন্স কলেজে কাজ করে ডক্টরেট হন। ১৯২৮–২৯ খ্রী. জার্মানীর গোটিংগেন বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ডীন হয়ে কাজ শুরু করেন। অল্পদিনেই ঐ বিভাগের প্রধান হয়ে ১৯৪৮ খ্রী. পর্যন্ত ঐ পদে থাকেন। মাঝে অল্প সময়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৪৮ খ্রী. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধানের পদে নিযুক্ত হন। ১৯৫০ খ্রী. ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের গণিত শাখার সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« নলিনীমোহন চট্টোপাধ্যায়
« নলিনীমোহন চট্টোপাধ্যায়
পরবর্তী:
নলিনীরঞ্জন পণ্ডিত »
নলিনীরঞ্জন পণ্ডিত »
Leave a Reply