নলিনী মিত্র (১৮৯২ – ২০-১০-১৯৭৮) বরিশাল। কলেজের শিক্ষা-শেষে বিভিন্ন স্থানে প্ৰধানশিক্ষকের কাজ করেছেন ও স্বদেশী আন্দোলনে ছাত্রদের উৎসাহ জুগিয়েছেন। বরিশাল ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে পরে ছাড়া পান। ১৯২১ খ্রী. অসহযোগ আন্দোলন থেকে ১৯৪২ খ্রী. ‘ভারত-ছাড়’ আন্দোলনের প্রত্যেকটিতে সক্রিয়ভাবে যুক্ত থেকে নোয়াখালি জেলার স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছেন। ১৯২১ খ্রী গঠিত নিখিল বঙ্গ শিক্ষক সমিতির প্রথম সময়কার সম্পাদক ছিলেন। সরকারী নির্দেশে নোয়াখালির উকিলপাড়া থেকে বহিষ্কৃত হয়ে কলিকাতায় আসেন এবং অধুনালুপ্ত লিবার্টি পত্রিকায় যোগ দেন। পরে বিভিন্ন স্থানে প্ৰধানশিক্ষক-রূপে কাজ করেছেন। দেশ-বিভাগের পর ভারতে এসে বাটানগরে ছিলেন।
পূর্ববর্তী:
« নলিনী দাস
« নলিনী দাস
পরবর্তী:
নলিনী মৈত্র »
নলিনী মৈত্র »
Leave a Reply