নলিনীবালা (ঘোষ) বসু (১২৮৮ – ১৩০৪ ব.)। পিতা সাহিত্যসেবী দেবেন্দ্ৰবিজয় বসু ও মাতামহ বিখ্যাত নাট্যকার দীনবন্ধু মিত্র। ১৩ বছর বয়সে সতীশচন্দ্ৰ ঘোষের সঙ্গে বিবাহ হয়। মাত্র ১৬ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর তার রচিত বহু কবিতার মধ্যে মাত্র ৭২টি সঙ্কলন করে মাতুল ললিতচন্দ্ৰ মিত্ৰ ‘নলিনী গাথা’ নামে গ্ৰন্থাকারে প্রকাশ করেন।
পূর্ববর্তী:
« নলিনীনাথ দাশগুপ্ত
« নলিনীনাথ দাশগুপ্ত
পরবর্তী:
নলিনীমোহন গুপ্ত »
নলিনীমোহন গুপ্ত »
Leave a Reply