নলিনীকুমার ভদ্র (২৯-৮-১৯০৬? — ৪-৮-১৯৭৫) নসিরনগর-ত্রিপুরা। উত্তর-পূর্ব ভারতের আদিবাসীদের ওপর লিখিত তার গ্রন্থগুলি উল্লেখযোগ্য। রচিত গ্ৰন্থ : ‘বিচিত্র মণিপুর’, ‘নেফার মানুষ মনফা’, ‘আমাদের অপরিচিত প্ৰতিবেশী’, ‘বনমল্লিকা’, ‘পাহাড়িয়া কাহিনী, ‘কবিপ্ৰণাম’ প্রভৃতি। কর্মজীবনে বহুদিন ‘প্রবাসী’ ও ‘মডার্ন রিভিউ’ পত্রিকার সহ-সম্পাদক ছিলেন। ১৯৩০ খ্রী অসহযোগ আন্দোলনে অংশগ্ৰহণ করেছিলেন।
পূর্ববর্তী:
« নলিনীকিশোর গুহ
« নলিনীকিশোর গুহ
পরবর্তী:
নলিনীনাথ দাশগুপ্ত »
নলিনীনাথ দাশগুপ্ত »
Leave a Reply