নলিনীকান্ত বাগচী (১৮৯৬ – ১৫/১৬-৬-১৯১৮) শিকারপুর—নদীয়া। ভুবনমোহন। জন্ম ও জীবন কাটে মুর্শিদাবাদের কাঞ্চনতলায়। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়ার সময় বিপ্লবী দলে যোগ দেন। পুলিসের দৃষ্টি এড়ানোর জন্য পাটনার বাঁকিপুর কলেজে ও ভাগলপুর কলেজে পড়েন। আইএ পাশ করার পর আত্মগোপন করতে হয়। দানাপুরের সৈন্যদের মধ্যে অভ্যুত্থান ঘটানর চেষ্টা করেন।
দলের নির্দেশে গৌহাটীর গোপন আড্ডায় আশ্রয় নেন। এখানে ১২-১-১৯১৮ খ্রী. পুলিসের সঙ্গে সশস্ত্ৰ সংগ্রামের পর তিনি ও সতীশ পাকড়াশী বেষ্টনী ভেদ করে পাহাড় অঞ্চলে চলে যান। নবগ্রহ পাহাড়েও আর এক আক্রমণ দুঃসাহসের সঙ্গে প্রতিহত করেন। সেখান থেকে পায়ে হেঁটে কলিকাতায় পৌঁছান। তখন তিনি বসন্ত রোগে আক্রান্ত ছিলেন। জনৈক বিপ্লবী বন্ধু তাকে কলিকাতা ময়দানে পড়ে থাকতে দেখে সেবাযত্ন করে সুস্থ করেন। পরে তিনি ঢাকায় যান এবং সেখানে ফলতা বাজারের ঘাঁটি পুলিস ঘিরে ফেললে গুলি-বিনিময়ের ফলে সাংঘাতিক আহত হয়ে গ্রেপ্তার হন। সঙ্গী তারিণী মজুমদার ঘটনাস্থলেই নিহত হন এবং তিনি সেই দিনই ঢাকা জেলে মারা যান। এ লড়াই-এ একজন পুলিস নিহত ও বহু আহত হয়েছিল। তার আশ্রয়দাতা চৈতন্য দে-র ১০ বছর কারাদণ্ড হয়।
Leave a Reply