নলিনীকান্ত ঘোষ (অক্টো, ১৮৯২ – ২২-৪-১৯৭৫) আড়াই হাজারী জাওগড়া-ঢাকা। জয়চাঁদ। গ্রামের বিদ্যালয়ে পড়ার সময় হেডপণ্ডিত সতীশচন্দ্ৰ কাব্যতীর্থের প্রেরণায় অনুশীলন সমিতিতে যোগ দেন। ১৯১০ খ্রী. ম্যাট্রিক পাশ করে ঢাকা মিডফোর্ড মেডিক্যাল স্কুলে ভর্তি হন।
১৯১৩ খ্রী. বৈপ্লবিক কাজের জন্য দলের নির্দেশে তিনি পড়া ছেড়ে চট্টগ্রাম যান। কিছুদিন পর সিরাজগঞ্জে এসে উত্তরবঙ্গে বৈপ্লবিক কর্মে নেতৃত্ব গ্রহণ করেন। রাজেনবাবু ছদ্মনামে তিনি বাঙলার সংগঠনের সঙ্গে সর্বভারতীয় সংগঠনের সংযোগ রক্ষা করতেন। আত্মগোপন-কালে একবার তিনি গ্রেপ্তার হয়ে কলিকাতা দালান্দা হাউসে আটক থাকেন। ২৩. ১২-১৯১৬ খ্রী. সেখান থেকে পালিয়ে গৌহাটির গোপন কেন্দ্ৰে আসেন। সেখানে ৯-১-১৯১৭ খ্রী. পুলিস তাদের আস্তানা বেষ্টন করলে তিনি ও তার সঙ্গীরা পুলিসের সঙ্গে গুলি-বিনিময় করে বেষ্টনী পার হয়ে পালিয়ে যান। দুইদিন পরে তিনি গ্রেপ্তার হন। ১৯২৪ খ্ৰী. মুক্তিলাভের পর জাতীয় কংগ্রেসের মাধ্যমে দেশসেবায় আত্মনিয়োগ করেন। কিছুদিন ঢাকা জেলা কংগ্রেস কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
Leave a Reply