নলিনাক্ষ দত্ত (৪-১২-১৮৯৩ – ২৭-১১-১৯৭৩) পূর্বস্থলি-বর্ধমান। সুরেন্দ্রনাথ। পিতার কর্মস্থল ওয়ালটেয়ারে জন্ম। চট্টগ্রাম কলেজে আইএ এবং কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে পালি ভাষায় অনার্সসহ বি.এ. পাশ করেন ও এম-এ-তে প্ৰথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করেন। রেঙ্গুনে জাডসন কলেজে কিছুদিন অধ্যাপনা করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পালি ভাষায় অধ্যাপক-পদে নিযুক্ত হন। ক্ৰমে তিনি পি.আর.এস, পি-এইচ.ডি. ও বি.এল. ডিগ্ৰী লাভ করে সরকারী বৃত্তি নিয়ে লন্ডনস্থ প্রাচ্য বিদ্যাবিভাগে অধ্যয়ন করেন। এখানে তার গবেষণা গ্ৰন্থ ‘Aspects of Mahayana Buddhism in its Relation to Hinayana’ রচনার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্ৰী ডি.লিট. লাভ করেন। দেশে ফিরে পুনরায় অধ্যাপনাকার্যে ব্ৰতী হন। পালি বিভাগে প্ৰধান অধ্যাপকের পদ থেকে ১৯৫৯ খ্ৰী. অবসর-গ্ৰহণ করেন।
কাশ্মীর সরকারের আহ্বানে তিনি ‘গিলগিট ম্যানাস্ক্রিপ্ট’ সম্পাদনা করেন। পুথিটি প্রধানত বৌদ্ধ ‘বিনয়’ গ্ৰন্থ। নরেন্দ্রনাথ লাহার সহযোগী হিসাবে ‘স্ফুটার্থাভিধর্মকোশব্যাখ্যা’ গ্রন্থের তিনটি বড় কোশস্থান দেবনাগরী অক্ষরে সম্পাদনা করেন। পরবর্তী কালে স্বয়ং ৪র্থ ও ৫ম কোশস্থানও প্ৰকাশ করেন। ইন্ডিয়ান হিস্টরিক্যাল কোয়ার্টার্লি, মহাবোধি সোসাইটি এবং গ্রেটার ইন্ডিয়া সোসাইটি ও তৎসংক্রান্ত প্ৰকাশনার সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন। তিনি দু’বার এশিয়াটিক সোসাইটির অধ্যক্ষ নির্বাচিত হন। ইরান সোসাইটির অধ্যক্ষতা করেন। ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও বেঙ্গল চেম্বার অফ কমার্স কর্তৃক নির্বাচিত রাজ্যসভার সভ্য ছিলেন। ১৯৫৭ খ্রী. জাপান সরকার কর্তৃক আমন্ত্রিত অতিথিরূপে ২৫শততম বৌদ্ধ জয়ন্তী উৎসবে যোগদান করেন। ১৯৫৮ খ্রী. ভারততত্ত্ববিদ হিসাবে আচার্য রাঘবন প্রভৃতির সঙ্গে সোভিয়েত দেশ ভ্ৰমণ করেন। ১৯৬০ খ্রী. রেঙ্গুনে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মমহাসভায় ভারতীয় প্রতিনিধি হিসাবে যান। অন্যদিকে ব্যবসায়ী হিসাবেও তিনি সফলতা লাভ করেছিলেন। তার ব্যক্তিগত দুটি কাপড়ের মিল ছিল।
Leave a Reply