নলিনচন্দ্ৰ দত্ত (জানু ১৮৯৩ – ১১.১০.১৯৬৪) পৈতৃক নিবাস মেড়াল-বর্ধমান। অঘোরনাথ। চন্দননগর বোড়াই চণ্ডীতলায় মাতুলালয়ে প্রতিপালিত হন। ছাত্রজীবন প্রচণ্ড অর্থকষ্টে কাটে। ড়ুপ্লে কলেজ থেকে প্ৰবেশিকা, হুগলী কলেজ থেকে আই.এ., শ্ৰীরামপুর কলেজ থেকে বি.এ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯১৮ খ্রী. এম.এ পাশ করেন। কলিকাতার কার্তিক বসু লেন থেকে প্রবর্তক সঙ্ঘের ইংরেজী মুখপত্র ‘Standard-Bearer’-এর প্রকাশ ও প্রচারের দায়িত্বভার গ্ৰহণ করেন। প্রবর্তক সঙ্ঘ গড়ে তোলার কাজেও তার যথেষ্ট অবদান আছে। প্রবর্তক বিদ্যার্থী ভবনের প্রথম অধ্যক্ষ ও মতিলাল রায়ের মৃত্যুর পর প্রবর্তক সঙেঘর দ্বিতীয় সভাপতি (১৯৫৯) নির্বাচিত হন। প্রথম জীবনে বৈপ্লবিক কার্যে অংশ নিয়েছেন। মণীন্দ্রনাথ নায়েকের হাতে চন্দননগরে যে বোমা তৈরি হত তার মালমসলা সংগ্ৰহে ও সংরক্ষণে এবং অন্যান্য কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রক্ষায় তিনি বিশেষ সহায়তা করেছেন।
পূর্ববর্তী:
« নরোত্তমদাস ঠাকুর
« নরোত্তমদাস ঠাকুর
পরবর্তী:
নলিনাক্ষ দত্ত »
নলিনাক্ষ দত্ত »
Leave a Reply