নরেশ রায় (? – ২২.৪.১৯৩০) নোয়াপাড়া-ময়মনসিংহ। গিরিশচন্দ্র। বিপ্লবী দলের সদস্য ছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে (১৮-৪-১৯৩০) অংশগ্ৰহণ করেন। চারদিন পর জালালাবাদ পাহাড়ের যুদ্ধে ইংরেজ সেনাবাহিনীর সঙ্গে সঙ্ঘর্ষে প্ৰাণ দেন। এই দিন ১০ জন বিপ্লবী শহীদ হয়েছিলেন।
পূর্ববর্তী:
« নরেন্দ্ৰলাল খাঁ, রাজা
« নরেন্দ্ৰলাল খাঁ, রাজা
পরবর্তী:
নরেশচন্দ্র সেনগুপ্ত »
নরেশচন্দ্র সেনগুপ্ত »
Leave a Reply