নরেশচন্দ্ৰ চৌধুরী (১) – (১৮৯২ – ১৯২৮)। নান্দিনা-ময়মনসিংহ। প্ৰসন্নচন্দ্র। তিনি ছাত্রাবস্থায় অরবিন্দ ঘোষ ও যতীন মুখার্জীর সাহচর্যে বিপ্লবী দল সংগঠনে অংশ নেন। কিশোরগঞ্জ ষড়যন্ত্র মামলায় দীর্ঘকাল কারাবাস করেন। অসহযোগ আন্দোলন ও তারকেশ্বর সত্যাগ্ৰহ আন্দোলনে যোগ দিয়েছিলেন। ময়মনসিংহে স্বরাজ্যদল সংগঠনের সময় তিনি পুনর্বার গ্রেপ্তার হন। জেলের মধ্যে একাধিক পুস্তক রচনা করেন। রচিত গ্রন্থঃ ‘কোরিয়ার ছাত্র’, ‘নির্বাসিতের দেশ’, ‘শ্যামসুন্দর চক্রবর্তীর জীবনী’ প্রভৃতি। মানসী ও মর্মবাণী পত্রিকায় তাঁর অনেক দেশাত্মবোধক কবিতা প্রকাশিত হয়েছে। জেলে তাঁর স্বাস্থ্যভঙ্গ হয়। মুক্তির পর মৃত্যু ঘটে। তাঁর অগ্রজ রমেশচন্দ্র ঢাকা অনুশীলন দলের নেতা ছিলেন।
নরেশচন্দ্ৰ চৌধুরী (২) – (১৯০২ – ২০-৪-১৯৩৬)। নোয়াখালী জেলার এই বিশিষ্ট কংগ্রেস-কর্মী এম.এ. পাশ করে নোয়াখালীর ‘কুমার অরুণচন্দ্র হাই স্কুলে’ শিক্ষকতা করেন। নোয়াখালী ছাত্র সংসদ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। ২৬ জানুয়ারী ১৯৩২ খ্ৰী. জাতীয় পতাকা উত্তোলনের অপরাধে দু’বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেন। জেল থেকে বেরিয়ে যক্ষ্মা-রোগাক্ৰান্ত হয়ে চিতোর স্বাস্থ্য-নিবাসে মারা যান।
Leave a Reply