নরেন্দ্ৰমোহন সাহা (২৬-১০-১৮৭৫ – ১৩-১০-১৯৩৫) বিনানই-ময়মনসিংহ। সামান্য লেখাপড়া শিখে বিলাতী হাওয়ার্থ কোম্পানীতে চাকরি নেন। ক্রমে ঐ কোম্পানীর অংশীদার হন এবং পরে নিজেই একজন প্রধান পাট-ব্যবসায়ী হয়ে ওঠেন। স্বনামে ও অন্য নামে সাতটি পাট-ব্যবসায়ের প্রতিষ্ঠান স্থাপন করেন। পাট-শিল্পে একজন অভিজ্ঞ ব্যক্তিরূপে মিল-মালিকদের আস্থাভাজন ছিলেন। নানা সৎকাজে অর্থসাহায্য করতেন।
পূর্ববর্তী:
« নরেন্দ্ৰনাথ সেন, রায়বাহাদুর
« নরেন্দ্ৰনাথ সেন, রায়বাহাদুর
পরবর্তী:
নরেন্দ্ৰমোহন সেন »
নরেন্দ্ৰমোহন সেন »
Leave a Reply