নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী (? – ১৯১১) বাগমারা-পাবনা। বাঙলার বিপ্লব-আন্দোলনের একনিষ্ঠ কর্মী। জঙ্গলের পথে চলা-কালে বাঘের আক্রমণ থেকে বৈপ্লবিক কাজে শিক্ষানবিশ এক সঙ্গী যুবককে বাচাতে তিনি ও অবিনাশচন্দ্র রায় বাঘের সঙ্গে লড়াই করেন। এই সংগ্রামে তিনি মারাত্মকভাবে আহত হয়ে মারা যান।
পূর্ববর্তী:
« নরেন্দ্রনাথ মিত্ৰ
« নরেন্দ্রনাথ মিত্ৰ
পরবর্তী:
নরেন্দ্রমোহন ঘোষ চৌধুরী »
নরেন্দ্রমোহন ঘোষ চৌধুরী »
Leave a Reply