নরেন্দ্ৰনাথ সেন, রায়বাহাদুর (২০-২-১৮৪৩ – ১-৭-১৯১১) কলুটোলা-কলিকাতা। হরিমোহন। বিখ্যাত রামকমল সেনের পৌত্র। হিন্দু কলেজে ও ক্যাপ্টেন পামারের নিকট শিক্ষালাভ। ছাত্রজীবনেই ‘ইণ্ডিয়ান ফিল্ড’ পত্রিকায় প্ৰবন্ধ প্ৰকাশ শুরু করেন। ১৮৬১ খ্রী. ‘ইন্ডিয়ান মিরর’ পত্রিকা প্ৰতিষ্ঠিত হলে তাতে প্ৰবন্ধাদি লিখতেন। পেশাতে অ্যাটর্নি ছিলেন। ‘ইন্ডিয়ান মিরর’ দৈনিকে পরিণত হলে প্ৰতাপ মজুমদারের পরিবর্তে তিনি তার সম্পাদক হন এবং আমৃত্যু সে দায়িত্ব পালন করেন। শেষের দিকে তার স্বত্বাধিকারী হয়েছিলেন। তৎকালীন রাজনীতিতেও অংশ নিয়েছিলেন। লাট সাহেবদের নিকট সেকালের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্ৰতিনিধি হয়ে তিনি আবেদন জানাতে যেতেন।
১৮৮৫ খ্রী. বোম্বাইতে অনুষ্ঠিত প্রথম কংগ্রেসের অধিবেশনে অত্যন্ন কয়েকজন বাঙালীর মধ্যে তিনিও উপস্থিত ছিলেন। ১৮৮৭ খ্রী. মাদ্রাজ অধিবেশনে প্ৰতিনিধি ছিলেন। ১৮৯৭ – ৯৯ খ্রী. কলিকাতা পৌর-প্রতিষ্ঠানের কমিশনাররূপে কাজ করেন। পরে সরকারের সঙ্গে দ্বিমত হওয়ায় অন্যান্যদের সঙ্গে ঐ পদ ত্যাগ করেন। ৮-৫-১৯০৫ খ্রী. টাউন হলের বয়কট প্ৰস্তাব-সভার সভাপতি ছিলেন। ৭-৮-১৯০৬ খ্রী. গ্ৰীয়ার পার্কে প্ৰথম যে সভায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় তারও তিনি সভাপতি ছিলেন। বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সমর্থক, বিধবা-বিবাহের উৎসাহী সমর্থক, বাল্যবিবাহ ও বিলাত-ফেরতদের প্রায়শ্চিত্তের বিরোধী এবং সারাজীবন সংবাদপত্রের স্বাধীনতার প্রবক্তা ছিলেন। কলিকাতার বহু সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের মতে দেশে যখন সরকার-বিরোধী মনোভাব প্রবল সেই সময়ে ‘সুলভ সমাচার’ নামে সরকারী প্রচার-পত্রের সম্পাদনা (১৯১১) নরেন্দ্রনাথের রাজনৈতিক জীবনের একমাত্র বিচূতি। ‘A Lecture on the Marriage Law in India’ এবং ‘A Needed Disclaimer’ তাঁর উল্লেখযোগ্য রচনা।
Leave a Reply