নরেন্দ্ৰনাথ লাহা (১২৯৩ – ২৯-৭-১৩৭২ ব) কলিকাতা। প্ৰখ্যাত ধনী ব্যবসায়ী হৃষীকেশ। প্রেসিডেন্সী কলেজ থেকে এম.এ. পাশ করেন। ১৯১৬ খ্রী. প্ৰেমচান্দ রায়চাঁদ বৃত্তি পান ও ১৯২২ খ্রী. পি-এইচ.ডি. হন। জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায়, বিশেষত ভারততত্ত্বে, তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। ইংরেজী ও বাংলায় মোট ১৮টি মূল্যবান গ্ৰন্থ রচনা করেন। বহুদিন ‘Indian Historical Quarterly’, ‘সুবৰ্ণ বণিক সমাচার’, ‘সাহিত্য-পরিষদ-পত্রিকা’, সম্পাদনা করেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘ভারতে শিক্ষা বিস্তার’, ‘প্রাচীন হিন্দু দণ্ডনীতি’, ‘দেশবিদেশের রাষ্ট্ৰীয় কাঠামো’ ইত্যাদি। ব্যবসার ক্ষেত্রেও সাফল্য অর্জন করেছিলেন। বঙ্গীয় জাতীয় বণিকসভার সভাপতি, কলিকাতার শেরিফ এবং প্রথম ও দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতের অন্যতম প্ৰতিনিধি ছিলেন।
পূর্ববর্তী:
« নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু)
« নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু)
পরবর্তী:
নরেন্দ্ৰনাথ সেন, রায়বাহাদুর »
নরেন্দ্ৰনাথ সেন, রায়বাহাদুর »
Leave a Reply