নরেন্দ্রনাথ মিত্ৰ (৩০-১-১৯১৭ – ১৪-৯-১৯৭৫) সদরদি-ফরিদপুর। মহেন্দ্রনাথ। প্রখ্যাত কথাশিল্পী। ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে আই.এ এবং কলিকাতা বঙ্গবাসী কলেজ থেকে বি.এ. পাশ করেন। গৃহ-শিক্ষকতাই তখন তার রোজগারের প্রধান অবলম্বন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-কালে তিনি অর্ডন্যান্স ফ্যাক্টরীতে চেকারের কাজে কিছুদিন নিযুক্ত থেকে পরে সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নেন। ‘দৈনিক কৃষক’, ‘সত্যযুগ’ প্রভৃতি কাগজে কাজ করে ১৯৫০ খ্রী. থেকে আমৃত্যু আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত গ্রন্থের সংখ্যা : শতাধিক। তার প্রথম লেখা ‘সুখ’ কবিতা প্ৰকাশিত হয় ১৯৩৬ খ্ৰী. দেশ পত্রিকায়। ২-৩ বছরের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় ও বিষ্ণুপদ ভট্টাচার্যের সঙ্গে একত্ৰে ‘জোনাকি’ কবিতাগ্রন্থ প্ৰকাশ করেন। ‘নিরিবিলি’ তার একমাত্র কবিতা গ্ৰন্থ। প্ৰথম বয়সের ছোট গল্প রয়েছে ‘অসমতল’ ও ‘হলদে বাড়ী’ পুস্তকদ্বয়ে। উল্লেখযোগ্য ছোট ও বড় গল্প : ‘সন্ধান’, ‘চোর’, ‘এক পোয়া দুধ’, ‘একটি প্রেমের গল্প’, ‘রস’, ‘দ্বিবচন’, ‘বিবাহবাসর’, ‘পালঙ্ক’, ‘রত্নাবাই’, ‘চাঁদমিয়া’, ‘শ্বেতময়ুর’, ‘সংসার’, ‘দ্বৈরথ’ প্রভৃতি। প্রথম উপন্যাস ‘দ্বীপপুঞ্জ’ ১৯৪৭ খ্ৰী. দেশ পত্রিকায় ‘হরিবংশ’ নামে প্ৰকাশিত হয়েছিল। অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস : ‘চেনামহল’, ‘সহৃদয়’, ‘তিন দিন তিন রাত্রি’, ‘সূর্যসাক্ষী’, ‘গোধূলি’, ‘শুক্লপক্ষ’, ‘ছাত্রী’, ‘দেবযান’, ‘দূরভাষিণী’, ‘বিলম্বিত লয়’ প্রভৃতি। ‘শিল্পীর স্বাধীনতা’, ‘সাহিত্য প্রসঙ্গ’, ‘আত্মকথা’, ‘ফিরে দেখা’, ‘গল্প লেখার গল্প’ ইত্যাদি তার প্রবন্ধ গ্ৰন্থ। তার রচিত গল্প ‘হেডমাস্টার’ ও ‘মহানগর’ চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। গল্প দুইটির প্রথমটি ফরাসী ভাষায় এবং দ্বিতীয়টি কানাড়ি ও মারাঠি ভাষায়ও অনুদিত হয়। বিভিন্ন পত্র-পত্রিকায় যেমন তিনি প্রচুর লিখেছেন, তেমনই সিনেমা ও থিয়েটারে তাঁর লেখা অনেক বই নাট্যাকারে অভিনীত হয়েছে। অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে পরম মমতায় চরিত্র ফুটিয়ে তোলায় তাঁর অসাধারণ ক্ষমতা ছিল।
পূর্ববর্তী:
« নরেন্দ্রনাথ বসু
« নরেন্দ্রনাথ বসু
পরবর্তী:
নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী »
নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী »
Leave a Reply