নরেন্দ্রনাথ দত্ত (১৯০৪ – ১৯৬৭) বানারীপাড়া-বরিশাল। ব্ৰজেন্দ্রনাথ। বরিশাল থেকে ম্যাট্রিক পাশ করে ১৯২২ খ্রী. কলিকাতা গর্ভনমেন্ট আর্ট স্কুলে ব্যবহারিক কলা বিভাগে শিক্ষাপ্ৰাপ্ত হন। ছাত্রাবস্থাতেই তিনি শিশুসাহিত্য-প্রকাশক ভট্টাচার্য অ্যান্ড সন্স-এর সঙ্গে এবং পরবর্তী কালে শিশু সাহিত্য সংসদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। ‘ছবি আঁকা’ (৪ খণ্ড) তার নিজের পরিকল্পিত ও অঙ্কিত পুস্তিক। ‘ছড়াছবিতে পাখি’, ‘ছড়াছবিতে অ আ ক খ’, ‘নিজে কর’, ‘খেলার পড়া’, ‘পড়া শেখা’, ‘আমরা বাঙালী’ প্রভৃতি ছোটদের বিভিন্ন বই-এর শোভাবর্ধক ছবি ও প্রচ্ছদপট তার ব্যবহারিক শিল্পের উৎকর্ষের পরিচয় দেয়। দৃশ্যচিত্র ও প্রতিকৃতি অঙ্কনেও পারদর্শী ছিলেন। বাঙলার কিশোর-কিশোরীদের মাসিকপত্ৰ অধুনালুপ্ত ‘কৈশোরিকা’র সঙ্গে চিত্রশিল্পী হিসাবে তার নিবিড় যোগাযোগ ছিল।
পূর্ববর্তী:
« নরেন্দ্রচন্দ্র দত্ত
« নরেন্দ্রচন্দ্র দত্ত
পরবর্তী:
নরেন্দ্রনাথ বসু »
নরেন্দ্রনাথ বসু »
Leave a Reply