নরেন্দ্ৰনাথ গঙ্গোপাধ্যায় (১৮৮০ – ২৭-১-১৯৬৬)। আদি নিবাস ঢাকা। কলিকাতায় জন্ম। শ্যামাচরণ। ক্যালকাটা হাইস্কুল থেকে এন্ট্রান্স পাশ করে বঙ্গবাসী সরলাদেবী চৌধুরানীর বৈপ্লবিক সংগঠন প্রভৃতির সঙ্গে ঘনিষ্ঠ যোগ রাখতেন। তালতলা হাইস্কুল প্রতিষ্ঠার কাজে ও তালতলা লাইব্রেরী প্ৰতিষ্ঠার ব্যাপারে উৎসাহী কর্মী ছিলেন। পরবর্তী জীবনে ঐতিহাসিক গবেষণায় লিপ্ত হয়ে স্যার ইভান কটনের অনুরোধে ‘ক্যালকাটা থিওসফিক্যাল সোসাইটি’ ও তার মুখপত্ৰ ‘বেঙ্গল পাস্ট এন্ড প্রেজেন্ট’-এর পরিচালনার ভার গ্ৰহণ করেন (১৯২৪)। ১৯২৭ খ্রী উক্ত সোসাইটির অবৈতনিক ম্যানেজার ও পত্রিকার সহসম্পাদক নির্বাচিত হয়ে সেই কাজে দীর্ঘদিন যুক্ত থাকেন। ১৯৩২ খ্রী. ‘অল ইন্ডিয়া লাইব্রেরী কনফারেন্স’-এর সভ্য ও অবৈতনিক কোষাধ্যক্ষ নির্বাচিত হন। শেষের দিকে কলিকাতা হিস্টেরিক্যাল সোসাইটির সহ-সভাপতি ছিলেন। তার উল্লেখযোগ্য রচনা : ‘The Kohinoor’, ‘Peeps into the Social Life of Bengal in the 18th Century’, ‘History of the Eden Garden’, ‘History of the Calcutta Cricket Club’, ‘Library and Library Administration’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« নরেন্দ্ৰকৃষ্ণ সিংহ, ড.
« নরেন্দ্ৰকৃষ্ণ সিংহ, ড.
পরবর্তী:
নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু) »
নরেন্দ্ৰনাথ মিত্র (বাদলবাবু) »
Leave a Reply