নরেন্দ্ৰকৃষ্ণ সিংহ, ড. (১১-১১-১৯০৩ – ২০-১১-১৯৭৪)। খ্যাতনামা ইতিহাসবিদ ও শিক্ষাবিদ। রাজশাহী কলেজের ও কলিকাতা প্রেসিডেন্সী কলেজের ছাত্র। এম.এ. পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করেন। ১৯৩৪ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসাবে যোগ দেন এবং পরে আশুতোষ অধ্যাপক-পদে উন্নীত হন। বিভাগীয় প্রধান হিসাবে ১৯৬৮ খ্রী. অবসর নেন।
প্ৰাচীন বঙ্গের ইতিহাস ক্ষেত্রে নূতন নূতন তথ্য সংগ্রহ ও সংযোজনে একজন কৃতবিদ্য ইতিহাসবেত্তারূপে তিনি পাশ্চাত্য দেশেও প্রতিষ্ঠা অর্জন করেন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নিয়মিত লেখকরুপে সম্মানিত ছিলেন। রচিত উল্লেখযোগ্য গ্ৰন্থ: ‘ইকনমিক হিষ্ট্রি অফ বেঙ্গল’ (৩ খণ্ড), ‘রণজিৎ সিংহ’, ‘হাইদার আলি’ এবং ‘রাইজ অফ দি শিখ পাওয়ার’। তা ছাড়া বহু ঐতিহাসিক দলিলের সম্পাদনায় তাঁর কৃতিত্ব অপরিসীম। দীর্ঘকাল ‘বেঙ্গল পাস্ট অ্যান্ড প্রেসেনট’ এবং ‘ইতিহাস’ পত্রিকার সম্পাদক ছিলেন। ভারতবর্ষের ইতিহাস রচনায় মৌলিক অবদানের জন্য ১৯৬৪ খ্রী. এশিয়াটিক সোসাইটি তাকে ‘যদুনাথ সরকার সুবৰ্ণ পদক’ দ্বারা সম্মানিত করে।
Leave a Reply