নরেন্দ্ৰকৃষ্ণ দেব, মহারাজ বাহাদুর (১০-১০-১৮২২ – ২০-৩-১৯০৩) কলিকাতা। রাজকৃষ্ণ। শোভাবাজার রাজপরিবারে জন্ম। ১৮৩৯ খ্ৰী. পর্যন্ত হিন্দু কলেজের ছাত্র ছিলেন। ইংরেজী, আরবী, ফারসী, হিন্দুস্থানী ও বাংলা ভাষায় তার যথেষ্ট জ্ঞান ছিল। সরকার কর্তৃক ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে নিয়োজিত হন। কলিকাতা পৌর শাসনের কমিশনার পদেও নিযুক্ত ছিলেন। পরে সরকারী পদ ত্যাগ করে তৎকালীন রাজনীতিতে অংশ গ্ৰহণ করেন।
ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা-কালে (১৮৬১) সভাপতি ও পরে সহসভাপতিরূপে এই প্ৰতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিভিল সার্ভিসে বয়স সম্বন্ধীয় আন্দোলনেও যোগ দেন। এ ব্যাপারে।ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশনের সভায় (২৪-৩-১৮৭৭) তিনি সভাপতিত্ব করেন। ১৮৭৮ খ্রী. লর্ড লিটনের কাছে তিনি যে প্রতিনিধি-দলের নেতৃত্ব করেন, তার দাবি ছিল ম্যাঞ্চেস্টারে প্রস্তুত কাপড়ের আমদানী শুল্ক রহিত না করা। কলিকাতায় অনুষ্ঠিত ভারতের জাতীয় (২য়) সম্মেলনের শেষ দিনে তিনি সভাপতি হন। ‘ভারতীয় সঙ্গীত সমাজে’র সভাপতি ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়, মেয়ো হাসপাতাল, জাতীয় গ্রন্থাগার প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন। তিনি ডায়মন্ডহারবার হাতীগঞ্জ হাই স্কুলের প্রতিষ্ঠাতা।
Leave a Reply