নরহরি বিশারদ (১৫শ শতাব্দী) নবদ্বীপ। বৈষ্ণব সহাধ্যায়ী এবং শূলপাণির সমসাময়িক নরহরি বিশারদ তার সময়ে গৌড়দেশের শ্রেষ্ঠ মনীষী ছিলেন। ঐ সময়ে তার সমকক্ষ মিথিলার প্রধান পণ্ডিত ছিলেন বাচস্পতি মিশ্র ও শঙ্কর মিশ্র। তিনি বরবক শাহের রাজত্বকালে এবং সম্ভবত তার উৎসাহে গ্ৰন্থ রচনা করেছিলেন। তার রচিত ‘তত্ত্বচিন্তামণিটীকা’ গ্ৰন্থ নবদ্বীপে ১৪৫০ খ্ৰীষ্টাব্দের পূর্বেই রচিত হয়ে থাকবে। বঙ্গদেশে নব্যন্যায়ের প্রথম প্রবর্তক বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌম তার পুত্র। সার্বভৌম পিতার কাছেই নব্যন্যায় অধ্যয়ন করেছিলেন-অধ্যয়নের জন্য মিথিলায় যাননি।
পূর্ববর্তী:
« নরহরি দাস, সরকার ঠাকুর
« নরহরি দাস, সরকার ঠাকুর
পরবর্তী:
নরীসুন্দরী »
নরীসুন্দরী »
Leave a Reply