নরহরি চক্রবর্তী – দ্র. ঘনশ্যাম চক্রবর্তী।
ঘনশ্যাম চক্রবর্তী। নদীয়া। জগন্নাথ। নরহরি চক্রবর্তী নামেও খ্যাত ছিলেন। পিতৃগুরু ভাগবতের প্রসিদ্ধ টীকাকার বিশ্বনাথ চক্রাবতীর শিষ্য। পরে শ্ৰীনিবাস আচার্যের নিকটও দীক্ষা নেন। কিছুদিন বৃন্দাবনে বাস করে বিশেষভাবে বৈষ্ণবশাস্ত্ৰ অধ্যয়ন করেন। এই সময়ে তিনি শ্ৰীরূপ গোস্বামী প্রতিষ্ঠিত গোবিন্দজীর পাঁচক ছিলেন। ‘ভক্তি-রত্নাকর’ তার রচিত সুবৃহৎ গ্রন্থ। অপর গ্রন্থাবলী: ‘গৌরচরিত চিন্তামণি’, ‘নরোত্তম বিলাস’, ‘ব্ৰজ পরিক্রমা’, ‘শ্রীনিবাস চরিত’, ‘গীত চন্দ্রোদয়’, ‘ছন্দসমুদ্র’, ‘প্রক্রিয়া পদ্ধতি’, ‘নবদ্বীপ পরিক্রমা’, ‘লীলা সমুদ্র’ প্রভৃতি।
Leave a Reply