নরহর চৌধুরী (১৮শ শতাব্দী) বলরামপুর-মেদিনীপুর। শত্রুঘ্ন। জমিদার বংশে জন্ম। পিতার নির্দেশে তিনি কেদারকুণ্ডু পরগনার ঘড়ুই উপজাতির বিদ্রোহ দমন করার ভার নেন এবং রাত্রিতে নিরস্ত্ৰ ঘড়ুইদের এক সমাবেশের ওপর আক্রমণ চালিয়ে ৭ শত ঘড়ুইকে হত্যা করেন। বলা হয়, দুই স্থানে নিহতদের মুণ্ড ও দেহগুলি প্রোথিত হয়েছিল। সেই স্থান দুটি ‘মুণ্ডমারী’ ও ‘গর্দানমারী’ নামে কুখ্যাত। নরহরের জমিদারী গ্রহণের পর ঘাড়ুইগণ দ্বিতীয়বার বিদ্রোহী হয়। ১৭৭৩ খ্রী. তিনি ঠিক আগের মতই রাত্রিকালে আক্রমণ চালিয়ে বহু ঘড়ুইকে হত্যা করেন।
পূর্ববর্তী:
« নরসিংহ নাড়িয়াল
« নরসিংহ নাড়িয়াল
পরবর্তী:
নরহরি চক্রবর্তী »
নরহরি চক্রবর্তী »
Leave a Reply