নরসিংহ নাড়িয়াল। নাড়লী গ্রামে বসতি ছিল বলে নাড়িয়াল পদবীর উৎপত্তি। আদি নিবাস-লাউড়—শ্ৰীহট্ট। পূর্বপুরুষ বৈদান্তিক ভাস্কর বল্লাল সেনের সভাপণ্ডিত ছিলেন। সংস্কৃত ও ফারসী ভাষায় সুপণ্ডিত নরসিংহ দিনাজপুর-রাজ গণেশের সভাপণ্ডিত ও অমাত্য পদ লাভ করেন (১৩৬৮)। তার পরামর্শে রাজা গণেশ তদানীন্তন নবাব সামসুদ্দিনকে পরাস্ত ও নিহত করে বঙ্গের স্বাধীন রাজা হন। বারেন্দ্ৰ ব্ৰাহ্মণ-সমাজে তিনি একজন অগ্রগণ্য ব্যক্তি ছিলেন। তা থেকেই ঐ সমাজে কাপের সৃষ্টি হয়। তাকে দ্বিতীয় চাণক্য বলা হত। তার পুত্ৰ কুবের পঞ্চানন বা কুবেরাচার্য শ্ৰীহট্টের অন্তর্গত লাউড়ের রাজা দিব্যসিংহের মন্ত্রী ছিলেন।
পূর্ববর্তী:
« নরসিংহ দত্ত, রায়বাহাদুর
« নরসিংহ দত্ত, রায়বাহাদুর
পরবর্তী:
নরহর চৌধুরী »
নরহর চৌধুরী »
Leave a Reply