নরনারায়ণ (? – ১৫৮৪) কুচবিহার। বিশ্বসিংহ। কুচবিহার রাজবংশের এই পরাক্রমশালী রাজা ১৫২৮ খ্রী. সিংহাসনে আরোহণ করেন। চিলা রায় বা শুক্ৰধ্বজ নামে সেনাপতি ভ্রাতার সাহায্যে তিনি কামরূপ, ডিমাপুর, শ্ৰীহট্ট, জয়ন্তিয়া প্রভৃতি রাজ্য জয় করেন। তার বিরাট সৈন্যবাহিনী ও বহু শত রণপোত ছিল। ‘কালাপাহাড়ে’র আক্রমণে যেসব হিন্দু মন্দির বিনষ্ট হয়েছিল তিনি সেগুলির পুননির্মাণ করেন। তার মধ্যে প্ৰসিদ্ধ কামরূপের মন্দিরটিও আছে। কামাখ্যা দেবীর বর্তমান মন্দির তিনিই নির্মাণ করিয়েছিলেন। মন্দির-অভ্যন্তরে নরনারায়ণ ও শুক্লধ্বজের প্রতিমূর্তি রক্ষিত আছে। এই বিদ্যোৎসাহী রাজার উৎসাহে পুরুষোত্তম বিদ্যাবাগীশ ‘প্রয়োগরত্নমালা’ নামে সংস্কৃত ব্যাকরণ ও কবি রাম সরস্বতী শ্ৰীমদভাগবতের পদ্যানুবাদ করেন।
পূর্ববর্তী:
« নভেরা দীপিতা
« নভেরা দীপিতা
পরবর্তী:
নরসিংহ দত্ত, রায়বাহাদুর »
নরসিংহ দত্ত, রায়বাহাদুর »
Leave a Reply